স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : শিলচর – আগরতলা গামী ট্রেন যোগেন্দ্রনগর স্টেশনে পৌছতেই এসি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সাথে সাথে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকার কারণে ট্রেন থেকে নেমে পড়ে যাত্রীরা। এদিকে ট্রেনের কামড়া থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে রেল কর্মীরা। পরবর্তী সময়ে যোগেন্দ্র নগর স্টেশন থেকে রওয়না হয় আগরতলা বাধারঘাট রেল স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু সিংহভাগ যাত্রী যোগেন্দ্র নগর রেল স্টেশনে নেমে পড়েন। আতঙ্ক দেখা দেয় তাদের মনে। তবে কিভাবে ঘটনার সূত্রপাত সে বিষয় নিয়ে এখনো কিছু জানা যায়নি।