Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবৃক্ষরোপণ করলেন সি আর পি এফ জওয়ানরা

বৃক্ষরোপণ করলেন সি আর পি এফ জওয়ানরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : একটি গাছ একটি প্রান। তাই গাছ লাগান প্রান বাঁচান। এই ভাবনাকে সামনে রেখে শনিবার সিআরপিএফের ৮৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল ৭ টায় সিআরপিএফ ১৪৯ নং বাহিনীর উদ্যোগে গণ্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের চারিদিকে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

উপস্থিত ছিলেন বাহিনীর ইকো কম্পানির সমবায় অধিকারি ইন্সপেক্টর মোহন লাল, গণ্ডাছড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যাপক নিপন চাকমা সহ অন্যান্যরা। বৃক্ষ রোপন শেষে ইন্সপেক্টর মোহন লান জানান ১৯৩৯ সালের ২৭ জুলাই সিআরপিএফ-এর প্রতিষ্ঠা হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনটি প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। তিনি আরো জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তারা রাজ্যে এসেছেন। পরবর্তীতে তাদের গন্ডাছড়ায় নিয়ে যাওয়া হয়। বাহিনীর প্রতিষ্ঠা দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য