স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : শনিবার মধুবন বগারচতল এলাকায় অগ্নিকান্ডে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম। জানা গেছে ফার্মের গোডাউনে আচমকা শনিবার সকাল দশটা নাগাদ ভয়াবহ অগ্নি সংযোগ ঘটে। ফার্মের কর্মরত শ্রমিকরা প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় আনন্দ নগর দমকল কর্মীদের। তারা ঘটনা স্থলে দ্রুত ছুটে আসে। পরে আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় বাধারঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে।
একসাথে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। টানা তিন ঘন্টা চেষ্টার ফলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনা খবর চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরাও ছুটে এসে অগ্নি নির্বাপক দমকল কর্মীদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেয়। এদিকে ফার্মের মালিক অমল বনিক জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘটেছে। খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশও। তবে জানা যায়, বিশালাকার পোল্ট্রি ফার্ম গড়ে তোলা হলেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার মত কোন ব্যবস্থা ছিল না। যার কারণে তিনটি দমকলের ইঞ্জিনের প্রয়োজন হয়েছে। এভাবে বহু বেসরকারি সংস্থা আগরতলা শহর ও আগরতলা শহরের আশেপাশে শহরতলী এলাকায় খোলা হলেও আগুন নিয়ন্ত্রণে আনার মত কোন ব্যবস্থা নেই বলাই চলে। প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা ঝুঁকিতে ফেলছে বিভিন্ন জনবহুল এলাকা।