Friday, May 30, 2025
বাড়িরাজ্যকেন্দ্রীয় বাজেটে মহিলাদের স্বশক্তিকরনের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই, দাবি প্রদেশ মহিলা...

কেন্দ্রীয় বাজেটে মহিলাদের স্বশক্তিকরনের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই, দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : ২৯ জুলাই সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী আলকা লাম্বা সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদী সরকার মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ঘোষণা দিলেও তা এখনো পর্যন্ত কার্যকর করা হয় নি। সামনেই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন।

তার পূর্বে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় এবং চার রাজ্যের বিধানসভা নির্বাচনে মহিলারা যেন সেই সংরক্ষণের সুবিধা পেতে পারে তার জন্য সাংসদ ভবন ঘেরাও করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। পাশাপাশি তিনি অভিযোগ করেন বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তাতে মহিলাদের স্বশক্তিকরনের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই। মহিলাদের সুরক্ষার বিষয় নিয়েও কোন কথা বলা হয় নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!