স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : ধর্মনগর মিশন টিলা স্থিত বিদ্যুৎ দপ্তরের ১৩২ কেবি সাব স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় মঙ্গলবার রাত্রি আনুমানিক সাড়ে ১০ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়।
দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুইটি ইঞ্জিন। দমকল বাহিনীর দুইটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায় মিশন টিলাস্থিত বিদ্যুৎ দপ্তরের ১৩২ কেবি সাব স্টেশনে বিকল ট্রান্সফরমার সহ বেশ কিছু পুরানো যন্ত্রাংশ রয়েছে। সম্প্রতি নিলামে এই সকল পুরাতন যন্ত্রাংশ বিক্রয় করা হয় একটি এজেন্সির নিকট। এজেন্সির কর্মীরা গত কয়েকদিন ধরে পুরাতন যন্ত্রাংশ গুলি গাড়ি করে নিয়ে যাচ্ছিল।
এরই মধ্যে মঙ্গলবার রাতে বিকল পুরাতন একটি ট্রান্সফরমারে অগ্নি সংযোগ ঘটে। এই ট্রান্সফরমারটিতে তেল থাকার কারনে আগুন ভয়াবহ আকার ধারন করে। ধর্মনগর মিশন টিলাস্থিত বিদ্যুৎ দপ্তরের ১৩২ কেবি সাব স্টেশনের এক কর্মী জানান অগ্নিকাণ্ডের ফলে সাব স্টেশনের কোন ক্ষতি হয় নি। তবে বেশকিছু কপারের তার রয়েছে। বিকল পুরাতন ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবে কি ভাবে আগুন লেগেছে তা জানা যায় নি। ক্ষয় ক্ষতির পরিমাণ কত তাও জানা যায় নি।