Thursday, March 27, 2025
বাড়িরাজ্য৪ বাংলাদেশি আটক

৪ বাংলাদেশি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : আবারো আগরতলা রেল স্টেশনে চার জন বাংলাদেশী নাগরিক আটক হল মঙ্গলবার। আগরতলা জি.আর.পি থানার পুলিশ তাদের আটক করেছে। ধৃতরা অবৈধভাবে তার কাটা পেরিয়ে রাজ্যে এসেছে।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে চার জন্য বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আগরতলা জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতরা হল মোহম্মদ সহিদুল ইসলাম, আকবর আলি, মোহম্মদ মৈনুল ইসলাম ও আক্রাম হক। ধৃতদের জেল হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানোর আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য