Friday, October 18, 2024
বাড়িরাজ্যহাপানিয়া হাসপাতালের পরিষেবা সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল

হাপানিয়া হাসপাতালের পরিষেবা সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : রাজ্যের জিবি এবং আইজিএম হাসপাতালের পর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে হাঁপানিয়া হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ। প্রতিদিন কয়েক শতাধিক রোগী হাসপাতালে পরিষেবা নিতে যায়। রোগীদের সঠিকভাবে পরিষেবা মিলছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার সরজমিনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি হাসপাতালে গিয়ে মেডিসিন বিভাগ, পিডিয়াটিক্স বিভাগ, এক্সরে বিভাগ, অপারেশন থিয়েটার, মহিলা সার্জারি ওয়ার্ড এবং বাথরুম সহ গোটা হাসপাতাল ঘুরে দেখেন। কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সাথে।

 তারপর হাসপাতালে পরিষেবা কতটা আশানুরূপ মিলছে সে বিষয়টা নিয়ে রোগী এবং রোগীর পরিবারের সাথেও কথা বলেন তিনি। যাচাই করেন হাসপাতালে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সঠিক পরিষেবা মিলছে কিনা এবং পরিষেবা পাওয়া গেলেও কতটা ছাড় পাচ্ছে সে বিষয়টাও গুরুত্ব দিয়ে অনুধাবন করেন রাজ্যপাল। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামের পর মেডিকেল হাব ত্রিপুরা। ত্রিপুরা হাঁপানিয়া হাসপাতালটি বেসরকারি হাসপাতাল হলেও জিবি এবং আইজিএম -এর মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল গুলির অনেকটা চাপ কমাতে সাহায্য করছে। এ হাসপাতালে সমস্ত রোগের চিকিৎসাই হয়। তবে হাসপাতালে এসে যাতে রোগীরা সঠিকভাবে পরিষেবা পায় তার জন্য তিনি এদিন পরিদর্শনে এসেছে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য