স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই :বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল হলো নতুন বাজার স্থিত উত্তর একছড়ি বাঙালিপাড়া এলাকাবাসী। সোমবার সকালে নতুন বাজার ইটভাট্টা সংলগ্ন বাইপাস রোডের মুখে পথ অবরোধে বসে শতাধিক বিক্ষুব্ধ জনগণ। এই পথ অবরোধের ফলে নতুন বাজার থেকে অমরপুর যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন সহ পথ চলতি মানুষ।
সাত সকালে পথ অবরোধের ফলে বিদ্যালয়ের মুখী ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অবরোধস্থলে আটকে পড়ে।অবরোধকারীদের অভিযোগ উত্তর একছড়ি বাঙালিপাড়া, দাসপাড়া, নীলধন পাড়া প্রভৃতি এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। দীর্ঘ ৩৫ বছরে রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনিক আধিকারিকদের নিকট বহুবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই বছরের বৃষ্টিতে রাস্তাটি একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বড় যানবাহন তো দূরের কথা অটো পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ৩৫০ পরিবারের হাজার খানেক মানুষদের। এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙ্গে পড়ায় তারা আজ সকালে পথ অবরোধের শামিল হতে বাধ্য হয়। এদিন সকাল ছয়টার থেকে দুপুর একটা পর্যন্ত এই পথ অবরোধ চলে। বৃষ্টিকে উপেক্ষা করে চলে এই পথ অবরোধ। পরবর্তী সময়ে করবুক মহাকুমা শাসক পার্থ দাস এবং বিভিন্ন আধিকারিক আসলে পথ অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় এবং বিক্ষুব্ধ জনগন লিখিত দিতে হবে বলে জানায়। দীর্ঘ সময় পর এক প্রকার ভাবে মহকুমা শাসক লিখিত দিতে বাধ্য হন। তাতে উওর একছড়ি এলাকার মানুষরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়।