স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই :রাজধানীর অন্যতম পুরনো বাজার বর্ডার গোলচক্কর বাজার। এই বাজারটি আগরতলা শহরের মধ্যে ব্যস্ততম বাজার বলেও চলে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এই বাজারটি আধুনিককরণ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার সকালে তিনি বাজারটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে বৈঠক করেন বাজার কমিটি সহ স্থানীয়দের সাথে। বাজারের সুবিধা ও অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে তিনি অবগত হন।
তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন বাজার আধুনিককরণ করার জন্য আগরতলা পুর নিগমের পক্ষ থেকে চিন্তাভাবনা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বর্ডার গোল চক্কর এলাকার বাজার বিজ্ঞান সম্মতভাবে আধুনিকরণ করা হবে। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে বাজারটি সঠিক পরিকল্পনার অভাবে ভুগছে। বহু অর্থ ব্যয় করার পরেও বাজারের সমস্যা সমাধান না হওয়ায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছিল না। কিন্তু এখন এই বাজারটি আধুনিককরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর বিশেষ করে এলাকায় লাইট হাউজ নির্মাণ হচ্ছে। আগামী দিন বাজারটি আরো বেশি ব্যস্ত হয়ে পড়বে।
সব দিক থেকে চিন্তা করে বাজারটির উন্নয়ন করা হবে। তাহলে আগামী দিন ব্যবসায়ীদের যেমন ব্যবসা করতে সুবিধা হবে, তেমনি স্বাচ্ছন্দে ক্রেতারাও বাজার করতে পারবে। এতে সবার সমস্যা সমাধান হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে এদিন পরিদর্শনে ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব।