স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : গত কিছুদিন আগে উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে বিপ্লব দেববর্মার একটি বাইক চুরি হয়েছিল। তারপর বিপ্লব দেববর্মা রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করেন। যার মামলার নম্বর ৭৫/২০২৪।
পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়ে বাইক চুর পিন্টু দাশকে আটক করেছে সোনা মুড়া মহকুমা থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেছে যে বাইকটি বিপ্লব দেববর্মার। তবে বাইকের নাম্বার প্লেইট খুলে ফেলে দিয়েছে। পুলিশ তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসার জন্য আদালতে আবেদন করেছে।