স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই :আগামী ৮ আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১২ আগস্ট। ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ১৯ জুলাই স্ক্রুটিনি হওয়ার পর ২০ জুলাই থেকে ২২ জুলাই দুপুর দুইটা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা ছিল রাজ্য নির্বাচন কমিশনের। অর্থাৎ কোন মনোনীত প্রার্থী যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায় তার জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে পারবেন।
সে অনুযায়ী সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কতজন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হয় রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমারের কাছে। তিনি জানিয়েছেন, বিজেপি দলের পক্ষ থেকে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সিপিআইএমের পক্ষ থেকে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু সিপিআইএমের দুজন মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন ১৪ নং আসনের প্রার্থী পিন্টু দেবনাথ, বাড়ি শ্যামাপ্রসাদ কলোনি এলাকায়
এবং অপরজন হলেন ১৬ নং আসনের সিপিআইএম প্রার্থী পায়েল দাস। বাড়ি রাজশ্রী নগর এলাকায়। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।