Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যসোনামোড়া সীমান্তপুর দিয়ে দেশে ফিরলো আরো ১৬২ জন পড়ুয়া

সোনামোড়া সীমান্তপুর দিয়ে দেশে ফিরলো আরো ১৬২ জন পড়ুয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : শনিবার ২৯৬ জন বাংলাদেশ থেকে নিজ ভূখন্ড ভারতে প্রবেশ করেছে। দ্বিতীয় দিনে বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশের বিবির বাজার হয়ে ভারতের শ্রীমন্ত পুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে প্রায় ১৬২ জন পড়ুয়া। তাদের সাথে সাধারণ মানুষও রয়েছে।  পড়ুয়াদের মধ্যে বেশির ভাগই কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট।

পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ, মহাকুমা প্রশাসন এবং লেন্ডপোর্ট অথরিটির পক্ষ থেকে টেন্ট বসিয়ে খাবারের ব্যবস্থা ও করা হয়েছে। এবিষয়ে জানান বিএসএফ সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গহা। উল্লেখ্য, সংরক্ষণ নিয়ে বড় রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের। সংরক্ষণ পুরোপুরি তুলে না দিলেও, সংশোধন ঘটানোর পক্ষে নির্দেশ দিল আদালত। বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের ছেলেমেয়েরা সরকারি চাকরিতে ৫ শতাংশ সংরক্ষণ পাবেন। অন্যরা পাবেন ২ শতাংশ সংরক্ষণ। বাংলাদেশ  সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে। তিন মাসের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে বাংলাদেশ সরকারকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য