স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : ১২ দফার জাতীয় দাবি এবং ৯ দফা স্থানীয় দাবির সমর্থনে আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট সফল করতে আহ্বান জানায় ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। বৃহস্পতিবার ধর্মঘট সফলে দাবিতে মানুষকে বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান তুলে আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা স্বপন বল। তিনি মিছিলের পর বলেন সারা দেশের দশটি ট্রেড ইউনিয়ন এবং শিক্ষক কর্মচারী ফেডারেশন ধর্মঘট সফল করতে আহ্বান জানায়। কারণ দেশের শ্রমিকরা বঞ্চনার শিকার।
এর মধ্যে উল্লেখযোগ্য দাবী হল এন পি এস নীতি প্রত্যাহার করা। কারণ সরকারের এই নীতির ফলে পেনশন থেকে বঞ্চনার শিকার হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করা হচ্ছে। সরকারের কোনরকম সদর্থক ভূমিকা নেই। এছাড়াও নিয়মিত নিয়োগ নীতি পরিবর্তে চুক্তিবদ্ধ ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর তীব্র বিরোধিতা জানানো হয়েছে। এমনকি বর্তমানে দেখা যাচ্ছে চুক্তিবদ্ধ নিয়োগ নিতির পরিবর্তে সরকার আউটসোর্সিং -এর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কিন্তু সরকারি দপ্তর গুলিতে শূন্যপদ পূরণ করছে না। তাই সরকারি নীতির তীব্র বিরোধিতা করে এবং নিয়মিত ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ধর্মঘট সফল করতে মিছিল সংগঠিত করা হয় বলে জানান তিনি।