Friday, February 7, 2025
বাড়িজাতীয়প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ

কলকাতা, ২৪ মার্চ (হি.স.): অভিনয় ছিল তাঁর প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলোতেই বাঁচতেন তিনি। সেই অভিষেক চট্টোপাধ্যায় চলে গেলেন অকালেই। বয়স হয়েছিল ৫৭ বছর। রেখে গেলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়েকে। অভিষেকের অকাল-প্রয়াণে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল বাংলা চলচ্চিত্র জগতে। বুধবার রাতে একটি শুটিংয়ে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। গভীর রাত একটা নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিষেক চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।

পরিবার সূত্রের খবর, বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিষেক। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। গভীর রাত একটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। গত দু-তিন দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। বড় পর্দায় অভিষেককে প্রথম আবিষ্কার করেন তরুণ মজুমদার। ১৯৮৬ সালে সুযোগ দেন তাঁর ‘পথভোলা’ ছবিতে। সেই সময় তাঁর প্রেমিক অবতারে মজেছিল বাংলা ছবির দুনিয়া। দহন, বাড়িওয়ালি, আলোর মতো একাধিক ছবিতে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বাংলা সিনেমায় একটা সময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ৯০- এর দশক থেকে বর্তমান সময়ে ধারাবাহিকে তাঁর অভিনয়, দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁর শেষ ছবি ২০২১-এ, ‘লাভার’। ছবিতে চুটিয়ে অভিনয়ের পরে একটা সময়ে তিনি দূরে সরে গিয়েছিলেন বড় পর্দা থেকে। এর পর নতুন ভাবে অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়। তাঁর ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’, ‘মোহর’ ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়।অভিষেকের মৃত্যুতে টলিউডে শোকের ছায়া। শোকপ্রকাশ করেছেন অভিনেতা ভরত কল, ভাষা হারিয়েছেন অনুশ্রী দাস। ভরতের কথায়, ‘‘বুধবার তিনি স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’ রিয়্যালিটি শো-তে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে। সেই শেষ দেখা আমাদের।’’ অনুশ্রী জানান, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না, প্রাণবন্ত মানুষটি আর নেই।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য