Wednesday, February 19, 2025
বাড়িরাজ্যঅভিযুক্ত পিতা মৃত ছেলের মুখ দেখতে না পারায় সড়ক অবরোধ করলো ক্ষুব্ধ...

অভিযুক্ত পিতা মৃত ছেলের মুখ দেখতে না পারায় সড়ক অবরোধ করলো ক্ষুব্ধ গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : মৃত্যুর পর নিজের ছেলেকে দেখার সুযোগ পেল না অভিযুক্ত পিতা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা যাত্রাপুর থানার অন্তর্গত বাঘাইয়াচর গ্রামের সড়ক অবরোধ করে। জানা যায়, যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাঘাইয়াচর গ্রামের বাসিন্দা গৌতম দাস গত পাঁচ মাস আগে আটক হয়েছেন পুলিশের জালে। তিনি এনডিপিএস ধারায় অভিযুক্ত। এই মুহূর্তে রয়েছেন কারাবাসেই। তার ছেলে রাহুল দাস দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিল।

 তার চিকিৎসা চলছিল আগরতলার জিবি হাসপাতালে। শুক্রবার রাত এগারোটা নাগাদ আগরতলার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই একুশ বছর বয়সের তরতাজা প্রাণ। শনিবার ভোরে রাহুল দাসের শবদেহ যায় বাঘাইয়াচর গ্রামের নিজ বাড়িতে। জন্মদাতা পিতা যাতে তার মৃত ছেলেকে একপলক দেখতে পারে এর জন্য স্থানীয় লোকজন সোনামুড়া আদালতে দফায় দফায় আর্জি জানালেও আদালত থেকে কোনো রকমের অনুমতি পাওয়া যায়নি। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ বাঘাইয়া চর গ্রাম সংলগ্ন সোনামুড়া থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়ক অবরোধ করে। নাতির মৃত্যুর শোকে রীতিমত ব্যাকুল হয়ে পড়েন দাদু। অসহায় এই বৃদ্ধ ঝরাতে থাকে হৃদয়ের জুড়ানো অশ্রুধারা। এদিকে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াঙ, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সহ বিশাল পিএসআর বাহিনী। দীর্ঘ কয়েক ঘণ্টা সমানে চলে এই অবরোধ। রাস্তার দুই প্রান্তে আটকে থাকে যানবাহন। যার কারণে যান চলাচল ব্যাহত হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য