Saturday, July 26, 2025
বাড়িরাজ্যনির্বাচনের প্রাক মুহূর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই চারটি দোকান

নির্বাচনের প্রাক মুহূর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই চারটি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। ঘটনা বৃহস্পতিবার রাতে কৈলাশহর হীরাছড়া চা বাগানের বাজারে। যান যায় হীরাছড়া চা বাগানের বাজারে পাশাপাশি ৫ টি দোকান ছিল। বৃহস্পতিবার রাতে কা বা কারা এই দোকান গুলিতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা রাতের বেলায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা।

দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি দোকান সম্পূর্ণ ভাবে আগুনে পুরে ছাই হয়ে যায়। আংশিক ক্ষতি হয় একটি দোকানের। ক্ষতিগ্রস্ত দোকান গুলির মধ্যে একটি বাইসাইকেলের দোকান ছিল। দোকান মালিক জানান গভীর রাতে ওনার মোবাইলে কেউ একজন কল করে জানায় ওনার দোকানে আগুন জলছে। সাথে সাথে তিনি দোকানে ছুটে যান। দোকানে গিয়ে দেখতে পান দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের হাত থেকে কোন কিছু রক্ষা করা যায় নি। দুষ্কৃতিরা এই আগুন লাগিয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান অগ্নিকাণ্ডে ওনার দুই থেকে আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!