Saturday, March 22, 2025
বাড়িরাজ্যপশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত মনোনয়নপত্র বৈধ

পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত মনোনয়নপত্র বৈধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : ৮ আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরার জিলা পরিষদের মনোনয়ন পত্র জমা পড়েছে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক তথা রিটানিং অফিসার ডঃ বিশাল কুমারের কাছে। গত ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেন বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস দলের প্রার্থীরা। বিজেপি দলের পক্ষ থেকে ১৭ টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা, কংগ্রেস দলের পক্ষ থেকে ১৩ টি মনোনয়ন পত্র দাখিল করেছে মনোনীত প্রার্থীরা এবং সিপিআইএম -এর পক্ষ থেকে ১৭ টি মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।

 রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুক্রবার স্ক্রুটিনি করা হয়। সমস্ত মনোনয়ন পত্রই বৈধ। সর্বমোট ৪৭ টি মনোনয়ন পত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি আরো জানান শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে তিন কোম্পানি সিআরপিএফ জওয়ান রাজ্যে আনা হয়েছে। ভোটের দিন ভোটকেন্দ্রে চারজন টিএসআর নিয়োজিত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে সিআরপিএফ জওয়ানরা। এবং নিরাপত্তার স্বার্থে সহযোগিতা করছে বিএসএফ জওয়ানরা। আইন শৃঙ্খলা যাতে কোনভাবে ভেঙে না পড়ে তার জন্য এই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন রিটার্নিং অফিসার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য