স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : রাজধানীর মিলনচক্র এলাকায় ঘর ভাড়া দিয়ে বিপকে পরেছেন এক অসহায় মহিলা। এলাকার বাসিন্দা কান্তি রানী ভট্টাচার্য। তিনি একজন পেনসনার। কান্তি রানী ভট্টাচার্য-র বয়স আনুমানিক ৭৯ বছর। তিনি বাড়িতে ২০১৮ সালের ২৬ অক্টোবর ভাড়াটিয়া হিসাবে বসবাস শুরু করে কমলপুরের বাসিন্দা পরিমল শীল।
ভাড়াটিয়া হিসাবে পরিমল শীলের চুক্তি পত্রের মেয়াদ শেষ হয়ে যায় ২০২১ সালের ১ ডিসেম্বর। অভিযোগ চুক্তি পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও জায়গা খালি করে দিচ্ছেন না ভাড়াটিয়া পরিমল শীল। এমনকি তিনি কোন ভাড়ার টাকাও দিচ্ছেন না। উল্টো পরিমল শীল জমি খালি করে দেওয়ার জন্য ৭ লক্ষ টাকা দাবি করছে। এই নিয়ে তিনি এ.ডি নগর থানার দ্বারস্থ হন। থানা থেকে কান্তি রানী ভট্টাচার্যকে স্থানীয় ক্লাবে পাঠানো হয়। তিনি ক্লাবে যাওয়ার পর ক্লাব থেকেও ওনাকে জানিয়ে দেওয়া হয় ভাড়াটিয়া পরিমল শিলকে ৭ লক্ষ টাকা দিয়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি তিনি মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ কান্তি রানী ভট্টাচার্যকে নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।