Thursday, March 27, 2025
বাড়িরাজ্যঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ যন্ত্রণার শিকার রোগীরা

ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ যন্ত্রণার শিকার রোগীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ রোগী সহ তাদের পরিবার পরিজনরা। রোগীর পরিজনদের অভিযোগ সোমবার গভীর রাত থেকে ঊনকোটি জেলা হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পরেছে। যার ফলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী সহ তাদের পরিবার পরিজনদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

প্রচন্ড গরমের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ছটফট করছে। তার উপর হাসপাতালের শিশু বিভাগ ও সার্জারি ওয়ার্ডে নেই পর্যাপ্ত পরিমাণে পাখা। রোগীদের মধ্যে অনেকে বাড়ি থেকে পাখা নিয়ে আসলেও বিদ্যুৎ না থাকার কারনে পাখা চালাতে পারছেন না। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার পরিজনরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমবার রাত থেকে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা বিদ্যুৎ না থাকার কারনে ভোগান্তির শিকার হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য