Thursday, January 16, 2025
বাড়িরাজ্যহরটিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

হরটিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : মঙ্গলবার নাগিছড়া স্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এখানে তিনি এদিন একটি বৃক্ষরোপণ করেন। তিনি কথা বলেন এই রিসার্চ কমপ্লেক্সের আধিকারিকদের সঙ্গে। তিনি ঘুরে দেখেন সর্বত্র। সেখানে একটি ডেমোস্ট্রেশনে অংশ নেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি খাদ্য শস্যের গুনাগুন সম্পর্কে অবগত হন আধিকারিকদের কাছ থেকে এই ডেমোস্ট্রেশনের মধ্য দিয়ে। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন এই রিসার্চ কমপ্লেক্স দেখে তিনি অভিভূত

। কৃষকরা যে এখান থেকে কি পরিমাণে লাভবান হবে তা বলে বোঝানো মুশকিল। ভবিষ্যতে এগ্রিকালচার এবং হর্টিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সংস্থা হচ্ছে এই রিসার্চ কমপ্লেক্স। এই রিসার্চ কমপ্লেক্স কে গুরুত্ব দেওয়া হল কৃষি এবং বাগিচা চাষের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবে রাজ্য। পাহাড়ি এলাকায় যাতে খাদ্য ফসল চাষ করা যায় এই বিষয়ে এদিন এখানকার বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি আরো বলেন কৃষকদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করতে হলে এই রিসার্চ কমপ্লেক্সকে ব্যবস্থাপনার দিক থেকে আরও বেশি পরিপূর্ণ হতে হবে। এর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তহবিল গঠন করার লক্ষ্য। তিনি এদিন প্রশংসা করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথেরও। মন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে এদিন ছিলেন দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। এদিন এই রিসার্চ কমপ্লেক্সের গবেষক এবং বিজ্ঞানী প্রত্যেকের প্রশংসা করেছেন মন্ত্রী-অনিমেষ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য