Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হল সিপিআইএম

ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : ত্রি-স্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী। এই নির্বাচন নিয়ে ২৪ জুন রাজ্যের নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করে সিপিআইএম। চার দফা দাবি জানানো হয়। রাজ্যের নির্বাচন কমিশনারকে স্পষ্ট ভাবে জানানো হয় রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্ভব নয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যেন অবাধে তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করার দাবি জানানো হয়। অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়। কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নি। ফলে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা শুরু হওয়ার সাথে সাথে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে।

 তাই ১৩ জুলাই সিপিআইএম-এর এক প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয়। রাজ্যের নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছিলেন তিনি আরক্ষা প্রশাসনের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর ১৫ জুলাই সিপিআইএম-এর এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে জানানো হয় নির্বাচন কমিশনার জানিয়েছেন বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য একটি স্থানে জড়ো হবে। সেখান থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে বিরোধী দলের প্রার্থীদের রিটার্নিং অফিসারের অফিসে নিয়ে যাবে। কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশক স্পষ্ট জানিয়েদেন নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোন নির্দেশ আসে নি। মঙ্গলবার মেলারমাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর। মঙ্গলবার ফের একবার সিপিআইএম-এর প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারের সাথে দেখা করে।

এবং রাজ্য পুলিশের মহা নির্দেশক কি জানিয়েছেন তা নির্বাচন কমিশনারকে জানানো হয়। এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয় নির্বাচন কমিশনারের নিকট। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দাড়িয়ে সিপিআইএম সোমবার উচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করে। উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার সিপিআইএম-এর দাখিল করা পিটিশন গ্রহণ করে। ১৮ জুলাই এই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর। সাংবাদিক সম্মেলনে নারায়ন কর জানান উচ্চ আদালত ১৮ জুলাই মামলার শুনানির পর যে রায় প্রদান করবে, সেই রায়ের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সিপিআইএম। সাংবাদিক সম্মেলনে নারায়ন করের সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য