Sunday, July 27, 2025
বাড়িরাজ্যমনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থীরা

মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : মঙ্গলবার জমকালো আয়োজন করে মনোনয়ন পত্র জমা দিলেন ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল সংগঠিত করে। মিছিলের অগ্রভাগে ছিলেন এলাকার বিধায়ক রাম প্রসাদ পাল। মিছিলটি সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডুকলি আর.ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।

সেখনা থেকে বিজেপি মনোনীত প্রার্থীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে যান বিধায়ক রাম প্রসাদ পাল। তারপর বিজেপি মনোনীত প্রার্থীরা এক এক করে তাদের মনোনয়ন পত্র জমা দেন। বিধায়ক রাম প্রসাদ পাল জানান প্রদেশ বিজেপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য। প্রদেশ বিজেপির নির্দেশ মোতাবেক এইদিন মনোনয়ন পত্র জমা দিয়েছে বিজেপি প্রার্থীরা। তিনি আরও জানান সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে বিজেপি। সেই নিরিখে বলা চলে পঞ্চায়েত নির্বাচনে সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ১৪৮ জন বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!