স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : বিভিন্ন সময় নানা অভিযোগ পেয়ে মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৩৬ নং ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন তিনি দক্ষিণ জয়নগর ভগ্ন দশায় থাকা কাঠের ব্রিজটি ঘুরে দেখেন তিনি।
এলাকার বেহাল রাস্তাঘাট নিয়ে এইদিন এলাকার লোকজন ক্ষোভ উগড়ে দেন। মেয়র দীপক মজুমদারের সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। ৩৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান দক্ষিণ জয়নগর ভগ্ন দশায় থাকা কাঠের ব্রিজটি সহসাই বেইলি ব্রিজে পরিণত করা হবে। আগামি নভেম্বর মাসে বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার।