Saturday, March 22, 2025
বাড়িরাজ্যপুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএমের

পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজ্যের রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস। অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। ভাংচুর করা হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস।

এইবার একই অভিযোগ উত্থাপন করে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে সিপিআইএম। শনিবার সিপিআইএম দলের কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে চলা রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যান্যরা। এইদিনের কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা মানিক দে বলেন, ২০১৯ সালের নির্বাচনের সময় যে ঘটনা ঘটেছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে।

রাজ্য জুড়ে মারপিট হুমকি প্রদর্শন শুরু হয়ে গেছে। ১৮ টি ব্লকে বিরোধী দলের কর্মী সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস চললেও পুলিশ নিরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ। সিপিআইএম দলের পক্ষ থেকে দাবি জানানো হয় বিরোধী দলের প্রার্থীরা যেন মনোনয়ন পত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক। এখন দেখার নির্বাচন কমিশন ও আরক্ষা দপ্তর পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য