Saturday, July 26, 2025
বাড়িরাজ্যত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত বিশালগড়, আক্রান্ত বহু, শ্লীলতাহানি মহিলা

ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত বিশালগড়, আক্রান্ত বহু, শ্লীলতাহানি মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড়ের ঘনিয়া মারা এলাকা। কংগ্রেস ও বিজেপি-র অভিযোগ পাল্টা অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ তারা গাড়ি করে কামথানা এলাকা থেকে আসছিল। ঘনিয়ামারা চৌমুহনী এলাকায় আসার পর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়। তাদের গাড়ি ভাংচুর করা হয়।

 এই ঘটনায় আহত হয়েছে আসিক মিয়া, চিরঞ্জিত দেবনাথ ও দিপ্তনু সরকার। ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। যদিও কংগ্রেস নেতা জয়দেব বর্মণ পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের পার্টি অফিসে ভাংচুর চালায়। ২০ থেকে ২৫ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতি কংগ্রেসের কার্যালয় ভাংচুর করে। এমনকি মহিলা কংগ্রেস কর্মীর শ্লীলতাহানি করা হয়েছে। শাসক দল জানে তারা তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। তাই তারা নিরীহ মানুষ ও কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলা করা হয়েছে। তিনি দাবি জানান ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে। বিজেপি ও কংগ্রেসের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায়। এলাকায় যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!