স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : রাস্তার জন্য শিলচর আগরতলা গামী যাত্রীবাহী রেল আটকে দিল গ্রামবাসী। ঘটনা জিরানিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, শুক্রবার রেল দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার মানুষ রেললাইন পারাপারের রাস্তায় পিলার বসিয়ে বন্ধ করে দেয়।
এলাকার রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীরা বিকাল চারটা নাগাদ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেললাইন অবরোধ করে। স্থানীয়দের এই অবরোধে আটকা পড়ে যায় শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল। রেললাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিক সহ জিরানিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের সমস্যা নিয়ে রেলওয়ে আধিকারিকরা স্থানীয়দের সাথে আলোচনা করেন। কিন্তু তাদের দাবি রেললাইন পারাপারের রাস্তা থেকে পিলার তুলে দিয়ে এলাকাবাসীরা যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে।