স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সিপিআইএমের প্রার্থীরা রাজনগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনগর স্কুল সংলগ্ন এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। দক্ষিণ জেলার এক সময়ে বাম দুর্গ হিসেবে পরিচিত রাজনগর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজনগর আর ডি ব্লক অন্তর্গত পঞ্চায়েতে ১২৫ টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ১৩ টি আসনে সিপিএম মনোনীত মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের উপর বিজেপি আশ্রিত সমাজ বিদ্রোহীরা হামলা চালায়।
পুলিশের সামনেই এই আক্রমণ সংগঠিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল না করতে পেরে রাস্তা অবরোধে নামেন সিপিএম সমর্থকরা। এই ঘটনায় অল্প বিস্তার আহত হয় সিপিএম কর্মী সমর্থকরা। প্রাক্তন বিধায়ক সুধন দাস বলেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং মহাকুমার শাসককে জানানো হয়েছিল আজকেই মনোনয়নপত্র দাখিল করা হবে। তারপর পুলিশ আশ্বস্ত করে তারা নিরাপত্তা দেবে। তারপর স্কুলের সামনে যেতেই প্রায় এক থেকে দেড় শতাধিক দুর্বৃত্ত আক্রমণ শুরু করে। এতে প্রাক্তন বিধায়ক নিজেও আক্রমণ হয় বলে দাবি করেন তিনি। তিনি বলেন পঞ্চায়েতগুলিতে দুর্নীতি পাহাড় সমান হয়ে আছে। এর বিরুদ্ধে মানুষ রায় দিতে প্রস্তুত হয়ে আসছে। এবং মানুষ প্রস্তুত হয়ে আছে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার জন্য। এই আতঙ্কে আজকে এই আক্রমণের ঘটনা সংগঠিত করেছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য দাবি জানানো হচ্ছে। অন্যদিকে বিজেপি -র পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা কোন বিজেপি কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি জানানো হয়। বিজেপি দাবি করছে সিপিএম দলের মধ্যে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিরোধের জন্য এই হামলা সংগঠিত করেছে নিজেদের মধ্যেই।