স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : আগামী রবিবার থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হবে ৭ দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পুজা ও মেলা। ঐতিহ্যবাহী খার্চি পুজাকে সামনে রেখে শুক্রবার রীতি মেনে চতুর্দশ দেবতা বাড়িতে অনুষ্ঠিত হয় জারি পূজা। পাশাপাশি চলছে খার্চি পুজার চূড়ান্ত প্রস্তুতি। খার্চি পূজা ও মেলাকে কেন্দ্র করে রাজ্য ও বহিঃরাজ্যের সাধু সন্তরা ইতিমধ্যে চতুর্দশ দেবতা বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন।
শুক্রবার মূলত জল শুদ্ধ করার জন্য জারি পূজা করা হয় বলে জানান এক পুজারি। উল্লেখ্য, আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও সাত দিনব্যাপী মেলা। সরকার, মেলা কমিটি এবং স্থানীয় নেতৃত্ব প্রত্যেকেরই একসাথে কাজ করে এই উৎসব ও মেলাকে সাফল্যের রূপ দেওয়ার জন্য। প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। এই মেলায় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থীরা উপস্থিত হয়। আগে সাধু-শন্তদের উপর গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর এই খার্চি উৎসবে আসা সাধু সন্ত দের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। তাদেরকে এখন আর খোলা আকাশের নিচে থাকতে হয় না। এই সাতদিন তাদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়।