স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : চার থেকে পাঁচ মাস আগে আমবাসার রাজু ঘোষ নামে এক যুবক এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য খোয়াই থানাধীন পূর্ব গনকির বাসিন্দা সুজিত দে -কে গত বুধবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত অভিযুক্ত রাজু ঘোষের মামা সুজিত দে -কে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠায় বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপন দত্তের অফিস কার্যালয়ে।
জিজ্ঞাসাবাদের নামে আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সুজিত দেকে বেধড়ক মারার ফলে তার সারা শরীরে সেই মারের চিহ্ন পরিলক্ষিত হয়। শেষে ব্যাথার যন্ত্রণায় প্রাণ বাঁচাতে গুরুতর আহত অবস্থায় সুজিত দে কুলাই হাসপাতালে ভর্তি হয়। শেষে কোনমতে রাত কাটিয়ে বৃহস্পতিবার বিকেলে খোয়াই চলে আসে। এসে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয়। গুরুতর জখম সুজিত দে বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে খোয়াই জেলার মানবাধিকার সংগঠনের খোয়াই জেলা কমিটির এক প্রতিনিধি দল শুক্রবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালে আসেন আমবাসা পুলিশ আধিকারিক এর হাতে আক্রান্ত সুজিত দের খোঁজ খবর নিতে।
তারা হলেন মানবাধিকার কমিশনের খোয়াই জেলার সম্পাদক আসিস মুখার্জী, সভাপতি অলক দেববর্মা,সংগঠনের সহ-সম্পাদক সগর ভট্টাচার্য। মানব অধিকার কমিশনের কর্মকর্তারা সুজিত দে কে দেখে তার ওপর পুলিশ আধিকারিকের দ্বারা নির্মম অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানান। প্রতিনিধি দল বলেন, মহকুমা পুলিশ আধিকারিক এ ধরনের ক্ষমতার অপব্যাবহার করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের অপব্যবহার কোন পুলিশ আধিকারিক না করতে পারে।