স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : সোমবার খয়েরপুর বাইপাস সংলগ্ন চাম্পামুড়া এলাকায় নিজ বাড়ির সামনে অগ্নি দগ্ধ অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল। মৃতার নাম আলপনা দাস(৭০)। মৃত বৃদ্ধের ছেলে জানিয়েছেন তার মা আলপনা দাসের মানসিক রোগ রয়েছে। আজ থেকে প্রায় ১০-১১ বছর আগে এভাবে আত্মহননের চেষ্টা করেছিল। কিন্তু সেই সময়ের পর চিকিৎসার মাধ্যমে সেই রোগ অনেকটাই সেরে উঠেছিল। কিন্তু সম্প্রতি এই রোগটি আবার মাথাচাড়া দিয়ে উঠে।
সোমবার সকালে তার স্ত্রী বাড়ির উঠুন ঝাড়ু দিতে গিয়ে দেখে বাড়ির পাশে জঙ্গলের মধ্য থেকে ধোঁয়া উঠছে। তখন তার স্ত্রীর নজরে আসে শাশুড়ির মৃতদেহ। ডাকাডাকি শুরু করলে মৃতার ছেলেও ঘুম থেকে উঠে ঘটনাস্থলে আসে। অগ্নিদগ্ন হয়ে মৃত্যু হয় এই বৃদ্ধ মায়ের। তবে এ রহস্যজনক ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। অনেকের মতে এটি আত্মহত্যা নয়, খুন করা হয়েছে বৃদ্ধাকে। পুলিশের সুষ্ঠু তদন্তে মৃত্যুর কারণ বের হয়ে আসতে পারে। এখন দেখার পুলিশের তদন্তে কি বের হয়ে আসবে। সোমবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।