Thursday, March 20, 2025
বাড়িরাজ্যস্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে, বাড়ছে রোগী দুর্ভোগ

স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে, বাড়ছে রোগী দুর্ভোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : সকাল থেকে দুপুর গড়িয়ে যায়, কিন্তু হাসপাতালে গিয়ে মিলছে না স্বাস্থ্য পরিষেবা। চরম চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী স্বল্পতায় ভুগছে বিশালগড় মহকুমা হাসপাতাল। দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছে। মানুষের অভিযোগ সকাল সাতটা, সাড়ে সাতটা থেকে দাঁড়িয়ে দুপুর বারোটা একটা পর্যন্ত ডাক্তার দেখাতে পারেনি হাসপাতালে। কেউ কেউ হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।

 আবার কেউ কেউ জানায় গত কয়েকদিন ধরে হাসপাতালে এসে ডাক্তার দেখাতে পারছে না। কারণ হাসপাতালে একজন ডাক্তার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষেবা দিচ্ছে। উনার কাছে চিকিৎসা নিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকতে হয়। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় রোগীরা। তারা তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে সংবাদ মাধ্যমকে। তারপর সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্দি হয় চিকিৎসকের রুমের খালি চেয়ার। খালি চেয়ার পড়ে থাকলেও চিকিৎসক নেই। এ বিষয়ে পাশের চেয়ারে বসে থাকা এক চিকিৎসকের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। আসলে সেই চিকিৎসক আজ কেন রোগী দেখতে হাসপাতালে আসেন নি? চেম্বারে রোগী দেখছে নাকি তিনি ছুটিতে রয়েছে সে বিষয়েও কারোর কাছ থেকে কোন কিছু জানা যায়নি।

সংবাদ লেখা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীরা বুঝে উঠতে পারছে না আজকে তারা ডাক্তার দেখাতে পারবে কিনা। তবে মহকুমা হাসপাতাল গুলিতে এ ধরনের বেহাল স্বাস্থ্য পরিষেবার কারণে প্রতিদিন জিবি হাসপাতালে ভিড় বাড়ছে, যা বলার অপেক্ষা রাখে না। শত শত রোগী বিভিন্ন মহকুমা থেকে প্রতিদিন গাড়ি কিংবা ট্রেন দিয়ে জিবি হাসপাতাল মুখী হয়। সবশেষে লক্ষ্য করা যায় এদিন দুপুর পর্যন্ত ডাক্তার দেখাতে না পেরে বহু রোগী হাসপাতালের বারান্দায় অসুস্থ হয়ে পড়ে। এদিকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে হাসপাতালে এসে পরিষেবা নিতে গিয়ে বহু তালবাহানা সহ্য করতে হচ্ছে রোগীর পরিবারের লোকজনদের। সার্বিক বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য