Wednesday, July 24, 2024
বাড়িরাজ্যবাইক থেকে ছিটকে পড়ে আহত গৃহবধূ

বাইক থেকে ছিটকে পড়ে আহত গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই :  রথ দেখে বাড়ি ফেরার সময় চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে এক গৃহবধূ। গৃহবধুর নাম পিংকি চক্রবর্তী (৩১)। গৃহবধূর পরিবারের লোকজন জানান, মেলাঘরের রথ দেখে রবিবার রাতের বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার সময় বগারবাসা এলাকায় বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় মেলাঘর হাসপাতালে।

মেলাঘর হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক রেফার করেছেন জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা আশঙ্কা জনক বলে জানান চিকিৎসক। গৃহবধূর স্বামীর নাম সঞ্জীব চক্রবর্তী। বাড়ি বগার বাসা এলাকায়। গৃহবধূর পরিবারের লোকজনদের কাছ থেকে আরও জানা যায় যদি মাথায় হেলমেট থাকতো তাহলে অবস্থা এতটা গুরুতর হতো না। হেলমেট বিহীন হওয়ায় দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন পিংকি। পিংকি এখন পর্যন্ত সংজ্ঞা ফিরেনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য