স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট থেকে বিদায় নিলেন প্রধান বিচারপতি এ কে কুরেশী। সোমবার ত্রিপুরা হাইকোর্ট বার এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন বার এ্যাসোসিয়েশনের হলে উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে বিদায় জানানো হয়।
উচ্চ আদালতের বিদায়ী প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, বিচারপতি শুভাশিস তলাপাত্র, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, সহ বার এ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রধান বিচারপতি এ কে কুরেশি বলেন বিগত দুই বছর ত্রিপুরা উচ্চ আদালতের কর্মরত অবস্থায় অত্যন্ত সুখকর স্মৃতি তিনি অর্জন করেছেন।
উচ্চ আদালতের সমস্ত কর্মী ও বার এ্যাসোসিয়েশনের আইনজীবিদের সহযোগিতা পেয়েছেন। তরুণ আইনজীবীদের আরো অভিজ্ঞতা সঞ্চার করে আইনী ক্ষেত্রে আসার আহ্বান জানান। এই ক্ষেত্রে তরুণ আইনজীবীদের বিশেষ ভাবে সুযোগ করে দিতে বার এ্যাসোসিয়েশনের প্রতিও আহ্বান জানান। তরুণ আইনজীবীদের প্রশংসাও করেন বিদায়ী প্রধান বিচারপতি।