Saturday, March 22, 2025
বাড়িরাজ্যরক্তের সংকট মেটাতে এগিয়ে আসতে হবে সকলকে : মুখ্যমন্ত্রী

রক্তের সংকট মেটাতে এগিয়ে আসতে হবে সকলকে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রক্তদান অনেকটাই কম হয়েছে। তারপর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন সংগঠনকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তারপর বিভিন্ন সংগঠনে পক্ষ থেকে রক্তদানে এগিয়ে আসছে। রবিবার আই এম এ হাউসে ন্যাশনাল ডক্টর’স ডে ২০২৪ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রেখে বলেন, বিগত দিনেও আই এম এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আই এম এ বিভিন্ন দাবি পূর্বতন সরকারের আমলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন সময় সামাজিক কর্মসূচির আয়োজন করে তারা। আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে অনেকটাই উপকৃত হবে মুমূর্ষ রোগীরা। এ ধরনের শিবির আগামী দিনের অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 মুখ্যমন্ত্রী আরও বলেন আই এম এ বহু পুরনো সংগঠন। এই সংগঠন বরাবরই মানুষের স্বার্থে কাজ করে। আয়োজিত শিবিরে এই দিন মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। উপস্থিত অতিথিরা এদিন পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন। কথা বলেন রক্তদাতা তাদের সাথে। আগামী দিনও এ ধরনের রক্তদান শিবির অব্যাহত রেখে রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট মেটাতে ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য