স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারে পঞ্চবটি পূজা কমিটির পক্ষ থেকে রবিবার খুঁটি পূজার আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও উদ্যোক্তাদের পক্ষ থেকে পূজার আয়োজন করা হচ্ছে।
রবিবার সকালে পুরোহিত দ্বারা খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। পূজা কমিটির এবছরের তিন হল “চাই না হতে উমা।” এর মধ্যে ফুটিয়ে তোলা হবে নারীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি ধরনের যন্ত্রণা সহ্য করতে হয়। এ বছর পূজার বাজেট ৩৫ লক্ষ টাকা। মৃৎ শিল্পী হিসেবে থাকছেন চিত্র পাল এবং প্যান্ডেল নির্মাণ করবেন স্থানীয় শিল্পী রাহুল ঘোষ বলে জানান উদ্যোক্তারা।