স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : ২০০৮ সালে প্রয়াত হয়েছিলেন শিক্ষাবিদ বীর বল্লভ সাহা। পরবর্তীকালে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৯ সাল থেকে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি কৃতিদের মেধা বৃত্তি প্রদান শুরু করে।
এই বছর ১৬ বছরে পদার্পণ করেছে তাদের এই কর্মসূচি। রবিবার আগরতলার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪ জন কৃতি ছাত্র-ছাত্রীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, সমাজসেবী সন্তোষ সাহা সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত জানান কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করা হলে পরবর্তী বছর এই সকল ছাত্র-ছাত্রীরা আরও ভালো ফল করবে। তাই কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।