Thursday, March 27, 2025
বাড়িরাজ্যপ্রাইভেট চেম্বারে বসে রোগী দেখার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : জাঁকিয়ে বসেছে রাজ্যের চিকিৎসকদের ব্যবসা। হাসপাতালের পরিষেবা লাটে তুলে প্রাইভেট চেম্বারে বসে মোটা অঙ্ক গুনছে একাংশ চিকিৎসক বাবুরা। তাও আবার হাসপাতালের বিপরীতে এক ওষুধের দোকানে বসে দিনের বেলা দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। শনিবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালে পরিষেবা নিতে যায় বহু গর্ভবতী মহিলা।

প্রায় কয়েক ঘন্টা বসে থাকার পর চিকিৎসকের দেখা না পেয়ে তারা জানতে পারে হাসপাতালের বিপরীত দিকে সাবিত্রী মেডিকেল হলের মধ্যে পরিষেবা দিচ্ছেন ডাক্তার দেবজিৎ দেবনাথ। তারপর সেখানে ছুটে যান রোগীরা। সেখানে যাওয়ার পর মেডিকেল হলের পক্ষ থেকে বলা হয় যদি তাদের ওষুধের দোকান থেকে ঔষধ ক্রয় করা হয় তাহলে তারা চিকিৎসক দেখাতে পারবে। তারপর সৃষ্টি হয় এলাকায় ব্যাপক ক্ষোভ। অসন্তুষ্ট হয় রোগী ও রোগীর পরিবার। এ বিষয়ে হাসপাতালের একজনের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান, মাত্র প্রসূতি বিভাগে একজন চিকিৎসক রয়েছেন। তিনি হলেন দেবজিৎ দেবনাথ। শুক্রবার রাতে তিনি নাইট ডিউটি করার শনিবার সকালে ডিউটি ছিল না তার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য