Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যরথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুত

রথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : আগরতলায় একসময় ছিল জগন্নাথ দেবের রথযাত্রা মানেই জগন্নাথ বাড়ির রথ। রাজন্য আমলের সেই মন্দির এর সেবা কার্যের দায়িত্ব পরবর্তী কালে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের হাতে তুলে দেন ত্রিপুরার মহারাজ। সেই থেকে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠস্থ জগন্নাথ জিউ মন্দিরে পালিত হয়ে আসছে রথ যাত্রা উৎসব। চলছে রথযাত্রার সার্বিক প্রস্তুতি।

 শুক্লা দ্বিতীয়া তিথিতে রথে আরোহণ করবেন জগৎ পতি জগন্নাথ। ভাই বলভদ্র, বোন সুভদ্রা কে নিয়ে জগন্নাথ দেব যাবেন গুন্ডিচা মন্দির। আগরতলা জগন্নাথ বাড়িতে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব। আজ গুন্ডিচা মার্জন শেষে সন্ধ্যায় নেত্রৎসব। স্নান যাত্রার  পর পনের দিন অবসরে থাকার পর আজ ভক্তদের দর্শন দেবেন  জগন্নাথ। কাল রথ যাত্রা। রথ যাত্রা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ধর্মসভা ও বিরাট মেলার আয়োজন করা হয়েছে। রথ যাত্রার সার্বিক  প্রস্তুতি সম্পর্কে জগন্নাথ জিউ মন্দিরের মঠ রক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ জানান, ভক্তরা ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গনে এসে ভিড় জমাচ্ছে। ব্যাপক আনন্দের মধ্য দিয়ে হবে রথযাত্রা উৎসব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য