স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : অবিলম্বে ‘কন্টাক্ট লোড এসেসমেন্ট’ – এর নামে গ্রাহকদের নিকট থেকে টাকা নেওয়া বন্ধ করা, গ্রাহকদের ইচ্ছা অনুসারে পোস্ট পেইড মিটার অথবা প্রিপেইড মিটার বসানো, গ্রাহকদের স্বার্থ বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার বসানো বন্ধ করা সহ ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজোমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর ভুতুরিয়া এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী, হরেকিশোর ভৌমিক, মলিন দেববর্মা সহ অন্যান্যরা। সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরীর অভিযোগ রাজ্যব্যাপী ঘন ঘন পাওয়ার কাট, লো ভোল্টিজ, সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় মানুষ জর্জরিত। নতুন করে কন্টাক্ট লোড এসেসেসমেন্টের নাম করে গ্রাহকদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রাহকরা কি পরিমানে বিদ্যুৎ ব্যবহার করছে এ বিষয়ে সার্ভে করা হচ্ছে। এসোসিয়েশন বুঝতে পারছে যে এর মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ নিগম আগামী দিনের বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার।