স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা এবার শিক্ষকতার চাকরির জন্য শিক্ষাভবনমুখী হয়েছে। তারা সকলে টেট উত্তীর্ণ বলে দাবির করে এই আন্দোলন সংগঠিত করেছে শুক্রবার। এদিন দুপুরে তারা হাতে মুখ্যমন্ত্রীর ভ্যানার এবং প্লেকার্ড নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছে শিক্ষা ভবনে। তাদের প্রশ্ন ৩৬১ জন টেট উত্তীর্ণকে কেন সরকার নিয়োগ করছে না? চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা জানায় ২০২২ সালে তারা টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে।
রাজ্যের বিভিন্ন স্কুলে চরম শিক্ষক সংকট থাকার পরেও তাদের নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করছে না সরকার। এমনকি তাদের কবে নিয়োগ করা হতে পারে সে বিষয়ে কোন কিছু ষ্পষ্টিকরণ দিচ্ছে না বলে জানান। তারা আরো উল্লেখ করে বলেন, রাজ্যে শিক্ষক সংকট থাকায় শিক্ষার বেহাল অবস্থা তৈরি হয়েছে। তাই সরকারের উদ্দেশ্যে দাবী করা হচ্ছে অবিলম্বে যাতে শিক্ষক-স্বল্পতা রুখতে তাদের সকলকে একসাথে নিয়োগ করা হয়। তারা এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে আরো অভিযোগ তুলেন, ২০২২ সালে পরীক্ষা নেওয়ার আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেছিলেন, রাজ্যে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে। তাই পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে। কিন্তু পরীক্ষা গ্রহণ করার পর এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে রাজ্যের বেকারদের ঝুলিয়ে রেখেছে সরকার।
সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর চাকুরী প্রত্যাশী যুবক-যুবতীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেলে খেলা করছে। আজকে দফতরের আধিকারিকদের সাথে দেখা করতে আসলে কারোর সাথে দেখা করা সম্ভব হয়নি। তাই তারা আন্দোলন করে দাবি করছে তাদের দ্রুত বিদ্যালয় মুখী করার জন্য। আরো বলেন রাজ্যের শিক্ষা মন্ত্রীর সাথে তারা দেখা করতে পারছে না। উনার কাছ থেকে কোন আশ্বাসও পাওয়া যাচ্ছে না। তাই তারা হতাশাগ্রস্ত বলে জানান।