স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : মেডিকেল কোর্সে ভর্তির জন্য নীটের পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্য ভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করার দাবি সহ অবিলম্বে নীট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে ২৭ জুন থেকে ৩ জুলাই সপ্তাহব্যাপী সমগ্র দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসাবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি রাজ্য শাখা।
সংগঠনের এক নেতৃত্ব জানান নীট পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল ১৪ জুন। কিন্তু দেখা যায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন নীট পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়া হয়। পরবর্তী সময় দেখা যায় নীট পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। কিন্তু সরকার নীট পরীক্ষার ফলাফল বাতিল করে নি। তাই নীট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে ২৭ জুন থেকে ৩ জুলাই সপ্তাহব্যাপী সমগ্র দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসাবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা করা হয়েছে।