Friday, April 25, 2025
বাড়িরাজ্যকারা দপ্তরের উদ্যোগে ই-মুলাকাত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচি

কারা দপ্তরের উদ্যোগে ই-মুলাকাত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : বুধবার রাজধানীর এক বেসরকারি হোটেলে স্বরাষ্ট্র দপ্তরের অধীন কারা দপ্তরের উদ্যোগে ই-মুলাকাত বিষয়ের এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত কারা দপ্তরে কর্মরত কর্মীদের নিয়ে এইদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রদিপ প্রজ্জলন করে এই প্রশিক্ষণ কর্মসূচির সুচনা করেন কারা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। পরে তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন ই-পঞ্চায়েত শুরু হয়ে গেছে। তাই কারা দপ্তরের সকলের জন্য কাজ করতে সুবিধা হয় তার জন্য ই-মুলাকাত বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের ফলে দপ্তরের কর্মীদের সুবিধা হবে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য