Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যআন্দোলনে নামতে চলেছে বর্তমান সরকারের শরিক দল আইপিএফটি -র যুব সংগঠন

আন্দোলনে নামতে চলেছে বর্তমান সরকারের শরিক দল আইপিএফটি -র যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : ময়দানে সংগঠন দুর্বল হলেও আন্দোলনে নামতে চলেছে বর্তমান সরকারের শরিক দল আইপিএফটি -র যুব সংগঠন। আগামী ৮ জুলাই থেকে লংমার্চ করবে বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন। এদিন রাজ্য কার্যালয়ে ইয়ুথ আইপিএফটি -র সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সভাপতি রাজ দেববর্মা সাংবাদিক সম্মেলন করে জানান, সম্প্রতি ইয়ুথ আইপিএফটি -র সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৮ জুলাই থেকে লংমার্চ শুরু করবে সংগঠনের কর্মীরা।

 কাঞ্চনপুর থেকে এই লংমার্চ শুরু হবে। শেষ হবে খুমুলুঙে। কারণ ২০০৯ সালে দলের জন্মলগ্ন থেকেই তিপরাল্যন্ডের দাবি ছিল। সেই দাবি নিয়ে তারা বর্তমানে ময়দানে রয়েছে। আগামী ২৩ আগস্ট স্টেট হুড ডে। প্রতিবছর এই দিন আইপিএফটি দলের পক্ষ থেকে সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ বছর এই দিনটিকে সামনে রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দলীয় কর্মী সমর্থকরা যাতে এই লং মার্চে অংশ নেন তার জন্য আহ্বান জানান সংগঠনের সভাপতি। তিনি আরো দাবি করেন, আইপিএফটি এখনো পাহাড়ে অত্যন্ত শক্তিশালী। তবে এত স্বীকার করেছেন মাঝে দল অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু আগামী দিনে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন জারি থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন তারা বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য