Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যপরিস্থিতি ভয়াবহ, গোমতী নদীর জলে তলিয়ে যাচ্ছে মানুষের বাড়ির ঘর

পরিস্থিতি ভয়াবহ, গোমতী নদীর জলে তলিয়ে যাচ্ছে মানুষের বাড়ির ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : পরিস্থিতি ভয়াবহর দিকে এগোচ্ছে! কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে গোমতী নদীর জল বেড়ে মানুষের বাড়ি ঘর তলিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যে নদীর জলে তলিয়ে গেছে একটি বাড়ি। অসহায় মানুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছে। জানা যায়, গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে উদয়পুর মহকুমায় গোমতী নদীর জল অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। ফলে উদয়পুর নেতাজি সুভাষ সেতুর দক্ষিন পূর্ব প্রান্তের ব্রীজ সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ঘরের অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে।

উল্লেখ্য গোমতী নদীর উপর নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে করে মানুষের যাতায়াতের সুবিধা হয়। পুরানো সুভাষ সেতু ব্রীজটি অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাড়ানোর ফলে বর্তমান রাজ্য সরকার নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ শুরু করেছে। আর এতে করে সেতুর দক্ষিন পূর্ব প্রান্তের বেশ কয়েকটি বাড়ি তে গোমতী নদীর জল প্রবেশ করে। ফলে জীবন আচার্য্য নামে এক ব্যক্তির ঘর গোমতী নদীর জলে তলিয়ে যায় বলে জানান তিনি। অপর দিকে মরন সরকার ও উত্তম ভৌমিক নামে তাদের বাড়ি গুলো ঝুঁকিপূর্ণ পূর্ন অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি যদি আজকেও গত কয়েকদিনের মতো বৃষ্টি হয় তাহলে এলাকার বেশ কয়েকটি বাড়ি ঘরের অবস্থা সংকটজনক জনক হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী বাড়ি ঘরের লোকজনদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার দাবি উঠছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!