স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : বুধবার দুপুর ১২ টায় খোয়াই নতুন টাউন হলে খোয়াই মন্ডলের উদ্যোগ অনুষ্ঠিত হলো মতদাতা অভিনন্দন যাত্রা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। খোয়াই নতুন টাউন হলে মতদাতা অভিনন্দন যাত্রার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী বলেন, নির্বাচন আসে, নির্বাচন যায় এরপর বিভিন্ন রাজনৈতিক দলের জয়ী হওয়া নেতারা সেই ভোটারদের ভুলে যায়। যাদের ভোট প্রদানের ফলে সেই নেতারা জয়ী হয়েছিলেন।সেই দিক দিয়ে বিজেপি দল ব্যতিক্রমী দল।
তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার পর চিন্তা করেছেন তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য যেসব ভোটাররা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি সম্মান জানাতে মতদাতা অভিনন্দন যাত্রা শুরু করার। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ভোটারদের সম্মান জানানো হলো মূল লক্ষ্য। তারই অঙ্গ হিসেবে বুধবার খোয়াই নতুন টাউন হলে খোয়াই মন্ডলের উদ্যোগ মতদাতা অভিনন্দন যাত্রা অনুষ্ঠানটি করা হয়। পাশাপাশি তৃতীয়বার মোদি সরকারকে ক্ষমতা আনার জন্য সমস্ত খোয়াই মহাকুমার ভোটারদের ধন্যবাদ জানান বিজেপি দলের রাজ্যে সভাপতি রাজিব ভট্টাচার্য।