স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : দম্পতির সুখের সংসার হার মানলো ভাগ্যের কাছে। ক্ষনিকের ঝরে যেন ঝরে গেল তরতাজা দুটি প্রাণ। ঘটনা মঙ্গলবার রাতে খয়েরপুর মেঘলিপাড়া ধর্মটিলা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা রাজেন তাঁতি। বয়স ৩৫ বছর। রাজেন তাতির স্ত্রী ঝুমা তাঁতি, বয়স ২৬ বছর। তাদের দুই শিশু কন্যা রয়েছে। মঙ্গলবার রাতে রাজেন তাঁতি পরিবারের সকলকে নিয়ে রাতের খাবার খেয়ে নিজের টিনের ঘরে ঘুমিয়ে পড়েন।
রাজেন তাতির ঘরের পাশে রয়েছে একটি মাটির ঘর। রাজেন তাতির পাশের বাড়ির এক ব্যক্তি জানান অতি বৃষ্টির কারনে গভীর রাতে রাজেন তাঁতির ঘরের পাশে থাকা মাটির ঘরের একাংশ ধ্বসে পরে রাজেন তাঁতির টিনের ঘরের উপর। এতে করে ঘরের অভ্যন্তরে ঘুমন্ত অবস্থায় রাজেন তাঁতি, তার স্ত্রী ঝুমা তাঁতি ও দুই শিশু কন্যা মাটি চাপা পরে যায়। প্রতিবেশীরা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করে রানিরবাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা রাজেন তাঁতি ও তার স্ত্রী ঝুমা তাঁতিকে মৃত বলে ঘোষণা করে দেন। তাদের ছোট মেয়ে আশঙ্কা জনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালের আই.সি.ইউ -তে রয়েছে। বুধবার জিবি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ দুইটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।