Saturday, March 15, 2025
বাড়িরাজ্যমাধ্যমিকের রিভিউ -এর ফলাফল ঘোষণা হওয়ার পর উত্তীর্ণ হল ২১ জন ছাত্রছাত্রী

মাধ্যমিকের রিভিউ -এর ফলাফল ঘোষণা হওয়ার পর উত্তীর্ণ হল ২১ জন ছাত্রছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : মাধ্যমিকের রিভিউ -এর ফলাফল ঘোষণা হওয়ার পর উত্তীর্ণ হল ২১ জন ছাত্রছাত্রী। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী এ বিষয়ে জানান সাংবাদিকদের। তিনি বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৩৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ৫৩৪ জন ছাত্র ছাত্রী। ফলাফল ঘোষণার পর ২০৪২ জন রিভিউ -এর জন্য আবেদন করে। এর মধ্যে নম্বরে পরিবর্তন হয়েছে ৭৪৭ জনের। রিভিউ এর পর ১, ২ ও ৩ নম্বর বেড়ে পাশ করেছে ২১ জন ছাত্র-ছাত্রী।

তাদের উত্তীর্ণের পর মাধ্যমিকের পাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,৫৫৫ জন। জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ২৫ হাজার ৩৫০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে পাশ করেছে ২০ হাজার ৯৫ জন ছাত্র-ছাত্রী। ফলাফল ঘোষণার পর উচ্চমাধ্যমিকে ১৩৮৫ জন ছাত্র-ছাত্রী রিভিউ এর জন্য আবেদন করে। নম্বরের পরিবর্তন হয়েছে ৫১০ জন ছাত্রছাত্রীর। কিন্তু রিভিউ ফলাফল ঘোষণা হওয়ার পর অনুত্তীর্ণ কেউ উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়নি। ফলে উচ্চমাধ্যমিকে পাশের হারের কোন পরিবর্তন হয়নি।

ফলাফল বুধবার দুপুর ২ টার সময় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যারা বছর বাঁচাও পরীক্ষায় বসতে চায় তারা আগামী ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত বছর বাঁচাও পরীক্ষার জন্য নিজ নিজ স্কুলে ফর্ম পূরণ করতে হবে। তারপর ১২ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে স্কুল কর্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষের কাছে বছর বাঁচাও পরীক্ষার জন্য আবেদনের ফর্ম জমা দেবে। তারপর বছর বাঁচাও পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী এবং সচিব ড. দুলাল দে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য