Saturday, March 22, 2025
বাড়িরাজ্যগোমতী জেলা হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে দুর্ভোগের অভিযোগ

গোমতী জেলা হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে দুর্ভোগের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : গোমতী জেলা হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার স্বাস্থ্য কর্মীদের। পাশাপাশি সিটি স্ক্যান সঠিক সময়ে না করার অভিযোগ উঠছে। ফলে রোগীরা বাধ্য হয়ে প্রাইভেট পরিষেবা নিচ্ছে বলে অভিযোগ। জানা যায়, বর্তমানে গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন পরিচালনার জন্য বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে, যা চব্বিশ ঘণ্টা রোগীর পরিষেবা দেবার কথা রয়েছে।

আর সকালে দুইজন কর্মী রয়েছেন যারা এই সংস্থায় কাজ করছেন। এদের ব্যবহারে রোগীরা একের পর এক অভিযোগ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি। এই দুই জন কর্মী হলেন সিটি স্ক্যানের অপারেটর দেবব্রত দাশ এবং রিসিপশনের শুভম সাহা। তারা রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি সিটি স্ক্যান সঠিক সময়ে না করার অভিযোগ রয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে গাঁটের পয়সা খরচ করে প্রাইভেট করাচ্ছে। প্রশ্ন উঠছে প্রাইভেট যারা করে তাদের সাথে অবৈধ কোন সংযোগ রয়েছে কিনা দেবব্রত ও শুভমের। এই ব্যবহারে গোমতী জেলা হাসপাতালের এম‌ এস ডাঃ কাজল দাশকে এই ব্যপারে জিজ্ঞাসা করা হলে তিনি সিটি স্ক্যানের যারা দায়িত্ব রয়েছেন তাদের দুর্ব্যবহারের কথা তিনি শুনেছেন রোগীদের কাছ থেকে। আজকেও এই ব্যাপারে যে অভিযোগ উঠেছে, তিনি আজকেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নেওয়া হবে বলে জানান। দাবি উঠছে গোমতী জেলা হাসপাতালের পরিষেবার মান উন্নত করা এবং যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য