স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার সকালে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল সি আই টি ইউ এবং টি টি ডাব্লিউ ইউ। অভিযোগ তুলে সরকারের প্রত্যক্ষ মদতে বেআইনিভাবে চা বাগান ধ্বংস করা এবং জায়গা দখল করা হচ্ছে। এরই প্রতিবাদে দুটি সংগঠন যৌথভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে শ্রম দপ্তরে বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন করা হয়।
উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। সি.আই.টি.ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, রাজ্যের চা বাগান গুলি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে কিছু ব্যক্তিগত চা বাগানের মালিক হয়েছে। চা রাজ্যের অন্যতম বাগিচা শিল্প। এই শিল্প দ্বারা কর্মসংস্থান সুদীঢ় হয়। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে চা বাগানের খালি জায়গা ব্যবহার করে রাবার বাগান তৈরি করা হচ্ছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারের কিছু নেতা বামফ্রন্ট সরকারের আমলে চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাবার বাগান সহ বিভিন্ন কায়দা করে চা বাগানের জমি দখল করে নেওয়া হচ্ছে।
একজন মন্ত্রী চা বাগানের জমি চিঠি দিয়ে হস্তান্তর করার চেষ্টা করছে। তারপর মন্ত্রী চাহিদা অনুযায়ী বাগানের জমি না দেওয়ায় রাতের বেলা বুল ড্রজার দিয়ে ধ্বংস করে দেয়। এভাবে বিভিন্ন জায়গায় চা বাগানের শ্রমিকদের উপর ক্ষতি নামিয়ে আনছে। মানিক দে এদিন উদাহরণস্বরূপ তুলে ধরে বলেন নবোদয় স্কুলের নামে মোহনপুরেও চা বাগানের বহু জমি দখল করে নিয়েছে সরকার। অপরদিকে থালাছড়া চা বাগান থেকে জোর করে মাটি নিয়ে আসছে। এভাবে বেআইনি কার্যকলাপ চালিয়ে একের পরে এক চা বাগান ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আজও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হলেও সরকারের টনক নড়ছে না। তাই আজকের কর্মসূচি থেকে দাবি জানানো হচ্ছে বাগানের জমি ফিরিয়ে দিতে হবে, চা বাগানের যে ক্ষতি হয়েছে তা পুনরায় মিটিয়ে দিতে হবে। যারা এই ক্ষতি করার পেছনে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।