Saturday, December 21, 2024
বাড়িরাজ্যতিনটি নয়া ফৌজদারি আইন লাগু হতে পুলিশের শিবির এবং মিছিল আগরতলা শহরে

তিনটি নয়া ফৌজদারি আইন লাগু হতে পুলিশের শিবির এবং মিছিল আগরতলা শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি-সহ তিন আইন অতীত করে আজ থেকে সারা দেশের সাথে ত্রিপুরাতেও লাগু হলো তিনটি নয়া ফৌজদারী আইন। ১ জুলাই অর্থাৎ সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে নয়া তিন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।

আর তা চালুর সঙ্গে দেশে অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা বহু আগেই শুরু করেছিল বিজেপি সরকার। গত বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন বা আই ই সি -এর জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম – এই তিন বিকল্প আইনে প্রস্তাব পেশ হয় সংসদে। পরবর্তী শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি উড়িয়ে নয়া তিন আইন পাশ হয়ে যায়। অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই স্পষ্ট হয়ে যায়, অপরাধ দমনে ব্রিটিশ আমলের আইনগুলির বিসর্জন ঘটতে চলেছে।

 ১ জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী সোমবার থেকে নয়া আইন লাগু হতেই দেখা গেল থানা বাবুদের যথেষ্ট তৎপরতা। প্রথমে পশ্চিম আগরতলা মহিলা থানায় এক শিবিরের আয়োজন করে। তারপর তারা আগরতলা শহরে মিছিল বের করে নয়া আইন সম্পর্কে মানুষকে সজাগ করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য